কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধিঃ কালিয়াকৈর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার মাকিষবাথান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীমের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ।
কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানির সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য আইয়ুব রানা ও মাহাবুব হাসান মেহেদী।
এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াকৈরে থানার অপারেশন (ওসি) যোবায়ের হোসেন, ওসি তদন্ত জাফর আলী খান, থানার সেকেন্ড অফিসার রাসেল আহমেদ, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাইনুল সিকদার, সহ সভাপতি ডি এম ছামান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক স্বপন সরকার, সাংগঠনিক সম্পাদক শাহালম সিকদার, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম জনি , দপ্তর সম্পাদক নজরুল ইসলাম সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক বৃন্দ ও অএ এলাকার ময় মুরুব্বিগণ।