মোঃশামীম হাসান সুজন,শরণখোলা প্রতিনিধিঃ অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে ৮ মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবস পালন করলো শরণখোলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ণনাঢ্য র্যালী প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শেষ হয়। বর্ণনাঢ্য র্যালীতে শরণখোলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকা শরণখোলা থানাপুলিশ, উপজেলা প্রশাসন বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান সিডিডি,ওয়ার্ল্ড ভিশন, কোডেক, নবলোক, সিএনআরএস,জাগরণী চক্র,সুশীলন, দি হাঙ্গার, এস এম কেকের প্রতিনিধি সহ সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বর্ণনাঢ্য র্যালী শেষ করে বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় শরণখোলা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাইয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা প্রতিবন্ধীতাবান্ধব ও জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আরিফা শরণখোলা থানার সাব ইন্সপেক্টর মোঃ মফিজুল উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইনায়েত হোসেন শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান সুজন প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার।