জীতেন বড়–য়া,খাগড়াছড়িঃ ৫ মাসের ব্যবধানে আবারও আগুনে পুড়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কোয়ার বাজারের ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ।
দীঘিনালা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন,ভোর রাত ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ১২ টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।তিনি জানান বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত । অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান ১০/১২ লক্ষ টাকা ।
প্রসঙ্গত, গেল বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় এ বাজারে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।