শিরোনাম

আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের প্রতিষ্ঠা বার্ষিকী


খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।শনিবার সকালে খাগড়াছড়ি শহরের তেতুলতলাস্থ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি কাকলি খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা।

এ সময় বক্তারা বলেনদিবসটি উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের নারীরা এখনো পিছিয়ে আছে বিশেষ করে পাহাড়ী নারী, তাদের এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগীতা প্রয়োজন।

সভায় বক্তারা আরো বলেন পরিবর্তত পরিস্থিতিতে বৈষম্যহীন দেশে নারীরা নিরাপদ থাকবে কিন্তু না। এখনো প্রতিনিয়ত নারীরা সহিংসতা ও ধর্ষনের শিকার হচ্ছে। নারীর অধিকার ও সকল ক্ষেত্রে নারীদের রক্ষার জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে।

এ সময় বক্তারা পার্বত্য চুক্তির বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোড় দাবী জানান।

সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারন সম্পাদক রত্না তনচংগ্যা, নারী উদ্যোক্তা তেজশ্রী চাকমা, নারী কারবারী চম্পা চাকমা প্রমুখ।

আলোচনা সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে দুইশতাধিক নারী অংশ গ্রহন করেন।
পরে হিল উইমেন্স ফেড়ারেশনের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

অন্যদিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়েও এক আলোচনা সভা অনুষ্টিত হয়।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments