শিরোনাম

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি’র মানববন্ধন ও সংবাদ সম্মেলন


খাগড়াছড়ি প্রতিনিধিঃ “আমাকে ছাড়া আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি’র উদ্যোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(০৭মার্চ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলন করে।

ছবি/বাংলাদেশের পত্রিকা

এ সময় নারী নেতৃবৃন্দরা বলেন,নারীকে দিতে হবে একজন পরিপূর্ণ মানুষের সম্মান ও মর্যাদা। ঘরে, বাইরে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, যানবাহনে, পথচলায়, উন্মুক্ত অনুষ্ঠানাদিতে নারীর সার্বিক সুরক্ষা দিতে হবে। তার স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। নিরাপদ আবাসনের ব্যবস্থা থাকতে হবে। সম্পত্তির উত্তরাধিকার এবং নিজের ও সন্তানের অভিভাবকত্বে সমান অধিকার দিতে হবে। সর্বোপরি, নারীকে ছাড়া কোনভাবেই নারীর বিষয়ে কোনরকম সিদ্ধান্ত নেয়া যাবে না, অর্থাৎ তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে তার সম্পূর্ণ অংশগ্রহণ এবং স্বাধীন মতামত প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। আমরা নারী মুক্তি চাই,অধিকার চাই।

ছবি/বাংলাদেশের পত্রিকা

সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণে নারী সম্পূর্ণ অংশগ্রহণ ও স্বাধীন মতামত প্রদান নিশ্চিতের জন্য ১১দফা দাবি জানানো হয়।

এ সময় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা,সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, উন্নয়ন কর্মী মিনুচিং মারমা, মিলনপুর মহিলা কল্যাণ সমিতি’র সভাপতি ত্রিনা চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments