মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর জেলা শ্রমিক দলের তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গ করে কমিটি বাণিজ্যে ও আওয়ামীলীগের কর্মীদের পুর্নবাসনের নানা অভিযোগ এনে নতুন ভারপ্রাপ্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিসিক শিল্প নগরীতে শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবী করেন দলটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান চৌকিদার।
সংবাদ সম্মেলন তিনি দাবী করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাদারীপুর শাখার সভাপতি আলাউদ্দিন নপ্তি, সাধারণ সম্পাদক আক্তার হোসেন আকমল খাঁন ও সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার নির্বাহী কমিটির সিদ্ধান্ত বিহীন সংগঠনের বিভিন্ন ইউনিটে কমিটি গঠন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ উপক্ষো করে বিভিন্ন ইউনিট কমিটিতে আওয়ামীলীগের নেতা কর্মীদের পুর্নবাসন করে অর্থ বাণিজ্য, দলীয় শৃংখলা ভঙ্গ করে কমিটি বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার করায় জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম (শামীম) সভাপতিত্বে ৭১ সদস্যের মধ্যে ৫৬ জন সদস্য উপস্থিতি ও কন্ঠ ভোটের সমর্থনে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম (শামীম) কে ভারপ্রাপ্ত সভাপতি ও মোঃ দিপু মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় বলে সংবাদ সম্মলনে বলেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান চৌকিদার।
সংবাদ সম্মলনে জলা জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।