শিরোনাম

পকেট কমিটি গঠনের অভিযোগে বিএনপি নেতাকে অবাঞ্ছিত ঘোষণা


বদিউজ্জামান তুহিন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ও পৌরসভা যুবদলের পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে কমিটি বাণিজ্যের মাস্টারমাইন্ড অবহিত করে অবাঞ্ছিত ঘোষণা করে, হাতিয়াতে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ওছখালী শহরে তারা এ কর্মসূচি পালন করে। এতে দলটির নেতাকর্মীরা হাতিয়া উপজেলা যুবদলের নব ঘোষিত পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো.শাহীন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট নুর ইসলাম সুমন, হাতিয়া পৌরসভা যুবদলের বিদায়ী সদস্য সচিব মোছলেহ উদ্দিন, পৌরসভা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ আজাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এ পকেট কমিটি ঘোষণা করেন। এ কমিটি গঠন নিয়ে কারো সাথে কোনো আলাপ আলোচনা করা হয়নি। যাদের দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে তারা গত ১৭ বছর দলীয় কোন কর্মকাণ্ডে ছিলনা। এমন লোকদের দিয়ে কমিটি দেয়া হয়েছে যারা কমিটিতে পদ প্রত্যাশীও ছিলেন না। সমাবেশে অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে দলের ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন ও নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন।

অপরদিকে, একই দিন বেলা ১২টার দিকে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব ফাহিম উদ্দিনের নেতৃত্বে মাহবুবুর রহমান শামীমের অনুসারীরা পাল্টা মিছিল বের করেন। এ সময় মাহবুবুর রহমান শামীমের অনুসারীরা দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোনে সংযোগ পাওয়া যায়নি। জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর বলেন, ‘বিষয়টি হালকা শুনেছি। তবে এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি।’

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৪ মার্চ) রাতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক হাতিয়া উপজেলা ও হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মো. ইসমাইল হোসেন ইলিয়াসকে আহ্বায়ক ও ফাহিম উদ্দিনকে সদস্য সচিব করে হাতিয়া উপজেলা যুবদলের কমিটি এবং মোমিন উল্যাহ রাসেলকে আহ্বায়ক এবং কাউসার মোস্তফাকে সদস্য সচিব করে হাতিয়ার পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments