আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধিঃ ২৬ শে মার্চ জাতীয় স্বাধীনতা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম,বাংলাদেশ জামায়াত ইসলাম টঙ্গীবাড়ী শাখার আমির মাওলানা আব্দুল বারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর,মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা, ফায়ার ব্রিগেড মজিবর রহমান, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো: রনি শেখ, আনসার বিডিপি কর্মকর্তা কারিমা বেগম,সোনারং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল গনি মিয়া, বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধি জাহিদ হাসান,আবু বক্কর শেখ,শিশির আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।