গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী অঞ্চলে পেপার মিলের কনভেয়র বেল্টে জড়িয়ে এক শ্রমিকের এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকের নাম ইরফান (২৩)। সে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুনচর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে। সে হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে ওয়েল্ডার হিসেবে চাকরি করতো।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন আহত শ্রমিক ইরফানের স্বজনরা। এর আগে ওই দিন দুপুরে উপজেলার হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ইরফান সিটি গ্রুপের মালিকানা দিন হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে হোসেন্দী শিপ বিল্ডিং লিমিটেড ইন্ডাস্ট্রিতে ওয়েল্ডার হিসেবে কাজ করতো। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানটির একটি কর্মকর্তা তাকে ইউকে বাংলা পেপার মিলে কাজ করার জন্য নিয়ে যান । সেখানে কাজ করার সময় দুপুর বারোটার দিকে তার ডান হাত পেপার মিলের কনভেয়র বেল্টের সাথে জড়িয়ে যায়। এ সময় তার আত্মচিৎকার আশপাশের লোকজন ছুটে এসে তাকে টেনে বেল্টে জড়িয়ে যাওয়া থেকে রক্ষা করলেও তার ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে কোম্পানির গাড়িতে করে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
আহত শ্রমিকের মামা জহিরুল ইসলাম বলেন, ‘ বাবা মারা যাওয়ার পর খুব কষ্ট করে সংসার চালাচ্ছিল আমার এই ভাগিনা। আজকে এই খবরটি শোনার পর আমরা অনেক কষ্ট পেয়েছি। তার যাতে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং সে যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন’।
এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানতে সিটি অর্থনৈতিক অঞ্চলের গেটে যাওয়া হলেও সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।
বিষয়টা সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন,’ বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে দেখছি’।