খাগড়াছড়ি প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা ও নিরাপত্তা রক্ষার্থে প্রত্যাহারকৃত সকল সেনাক্যাম্প পুণঃস্থাপন, গুচ্চগ্রামবাসীদের ভূমি বেদখল বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশ বিদেশি ষড়যন্ত্র বন্ধের দাবীতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রামগড় ভূমি রক্ষা কমিটি ও সর্বস্থরের বাঙ্গালী জনতা।
আজ বৃহষ্প্রতিবার সকালে রামগড় বাজার খাগড়াছড়ি বাসস্ট্যান্ডের সামনে থেকে একটি প্রতিবাদি মিছিল রামগড় বাজার মূলসড়ক প্রদক্ষিণ শেষে হাইপ্লাজা মার্কেটের সামনে মানববন্ধন করে।
সমাবেশে বক্তারা, গত ৩ রা মার্চ রামগড় বাজারে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফের মদদপুষ্ট হিল ইউমেন্স ফেডারেশন এর দেশদ্রোহী কর্মকান্ডের প্রতিতবাদ ও বাজারে আতশবাজির ফাটিয়ে আতংক সৃষ্টির দায়ে দোষিদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
এ সময় রামগড় ভূমি রক্ষা কমিটির আহবায়ক মো: ইউনুস ভূঁইয়া পাহাড়ে বসবাসকারী বাঙ্গালী জনগোষ্ঠীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে অর্ন্তবতী সরকারের নিকট ছয় দফা দাবী পেশ করে বলেন, পাহাড়ের অস্ত্রধারী সংগঠনগুলো প্রতিদিন কোননা কোন বাঙ্গালীর বসতবাড়ীতে হামলা ও চাঁদাবাজী করছে। আমরা বারাবর এসব সন্ত্রাসের বিরুদ্ধে বলে আসছি।
ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের প্রতিষ্ঠিত সরকার যদি আমাদের দাবী ও অধিকার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয় আগামীতে আরো কঠিন কর্মসূচি দিয়ে অধিকার প্রতিষ্ঠা করা হবে।
রামগড় ভূমি রক্ষা কমিটির আহবায়ক মোঃ ইউনুস ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মোঃ আবু আহাম্মদ, আবু আহাম্মদ, খোরশেদ আলম, মো: হাবিবুর রহমান ও কপিল উদ্দিন প্রমূখ।