গজারিয়া, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ অপারেশন ডেভিল হান্ট অভিযানে মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের হাতে ধরা পড়লো ১১ মামালার আসামি সাদ্দাম হোসেন(৩৭) ও ডাকাতি মামলার পলাতক আসামি আলম মোল্লা(৪৫)।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের মৃত-সিদ্দিকুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন। অপরজন একই উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানির চর গ্রামের মৃত আমজাদ আলী ছেলে আলম মোল্লা বলে জানা গেছে।
বুধবার দিনগত রাত পৌনে ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ।
ওসি জানান, উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে
সাদ্দাম হোসেন ও আলম মোল্লা কে গ্রেপ্তার করে পুলিশ। আসামি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরিসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামালা রয়েছে। অপরজন আলম মোল্লা ডাকাতি মামলার পলাতক আসামী বলে জানান তিনি।