শিরোনাম

১৫ বছর পর জায়গায় ফিরে পেলেন মালিকরা


গজারিয়া, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় বেদখলের ১৫ বছর পর প্রভাবশালীর অবৈধ দখল থেকে বসত বাড়ির জায়গায় উদ্ধার করলেন মালিকরা।

ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজির চর গ্রামের প্রভাবশালী রশিদ বেপারি গংরা আওয়ামী লীগ সরকারের ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ভাবে বসত বাড়ির ভিতর দিয়ে রাস্তা নির্মান করেন।

ছবি/বাংলাদেশের পত্রিকা

অথচ বাড়ির পাশে সরকারী হালট। এর প্রতিবাদ করলে ভূমি মালিকদের আওয়ামী লীগের নেতা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিকান্দার আলী তার ভাই রশিদ বেপারি তার দস্যু বাহিনী দিয়ে আব্দুল মালেক গংদের উপর হামলা করেন এবং বিভিন্ন ভাবে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেন।

ভুক্তভোগীরা বিগত দিনে নিজ বসত বাড়ির জায়গা ফেরত পেতে আব্দুল মালেক গংরা স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের কাছে ধর্না দিয়েও কোন সুরাহা পাননি।

সর্বশেষ গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে উপজেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা সিকান্দার আলী আত্মগোপনে চলে যায়। এরপরে স্থানীয় ভূমি মালিকরা তাদের জায়গা পেতে গত ২৭ফেব্রুয়ারি গজারিয়া ইউএনও’র বরাবর আবেদন করেন।

এরই পরিপেক্ষিতে বুধবার স্থানীয় ইউপি সদস্য বাদশা খান ও গ্রামের পঞ্চায়েতের উপস্থিতিতে সরকারি সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করা হয়। বসত বাড়ির ভিতর রাস্তার ইট তুলে ফেলেন এবং তাদের যায়গা দেয়াল নির্মাণ করে দখলে নেন।

এ সময় জায়গার মালিকরা বলেন প্রায় ১৫ বছর উপজেলা আওয়ামী লীগের নেতা সিকান্দার আলী ও তার পরিবারের লোকজনের অত্যাচার তাদের জায়গায় যেতে পারেননি। তারা নিজেদের জায়গা দখল মুক্ত করতে পেরে শুকরিয়া আদায় করেন।

তবে এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিকান্দার আলী’র ভাই রশিদ বেপারি বলেন, প্রতিপক্ষ লোকজন আমাদের সাথে বিরোদিতা করে সরকারি রাস্তার ইট তুলে দেয়াল নির্মাণ করছে। তারা জোরপূর্বক ভাবে কবরস্থান ভেঙ্গে কবরস্থানের উপর দিয়ে আমাদের বসত বাড়ির জায়গা দখল করে রাস্তা নির্মাণ করছে। বিষয়টি আমি আইনি ভাবে মোকাবেলা করব।

এবিষয়ে হোসেন্দী ইউনিয়নের ইউপি সদস্য বাদশা খান জানান, আব্দুল মালেক গংদের প্রায় ৩ থেকে ৪ শতাংশ জায়গা দীর্ঘদিন তাদের বেদখলে ছিলো। প্রশাসনের সহযোগিতায় ভুক্তভোগী পরিবার গুলো ন্যায় বিচার পেয়েছে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments