শিরোনাম

ভ্রাম্যমান ট্রাকে টিসিবি’র পণ্য বিতরণ শুরু


খাগড়াছড়ি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা দেশের মতো খাগড়াছড়ি উপজেলা সদর ও পৌরসভা এলাকায় আইডি কার্ড ও স্মার্ট কার্ড ছাড়া নিন্ম আয়ের মানুষের মাঝে ভ্রাম্যমান ট্রাকে টিসিবি’র পণ্য বিতরণ শুরু হয়েছে।

বুধবার(৫মার্চ) দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এসময় খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় øসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রতি প্রতি কেজি ৭০ টাকা দরে ১ কেজি চিনি, ৬০ টাকা দরে দুই কেজি মশুর ডাল,৬০ টাকা দরে এক কেজি ছোলা এবং প্রতি লিটার ১০০ টাকা দরে দুই লিটার তেল ক্রয় করতে পারবেন।মাত্র ৪৫০ টাকায় ভ্রাম্যমান ট্রাকে প্রতিদিন ২ হাজার পরিবার এ পণ্য কিনার সুযোগ পাবেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান,সদর পৌরসভা ও সদর উপজেলাকে ১৫ টি পয়েন্টে ভাগ করে প্রতিদিন পাঁচটি পয়েন্টে পাঁচটা ট্রাক করে পণ্য বিক্রি করা হবে। ৫ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত এ পণ্য বিক্রি কার্যক্রম চলবে।তিন দিন পরে আবার একই পয়েন্টে বিক্রয় হবে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments