শিরোনাম

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে আটক


ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে আটক

ঢাকা দক্ষিণ প্রতিবেদকঃ ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে মাদক কারবারি, ডাকাত ও ছিনতাই কাজে জড়িত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিযানকালে নবাবগঞ্জ থানায় ১০ জন, সাভার থানায় ৪ জন, ডিবি (উত্তর) ৬ জন এবং দক্ষিণ কেরানীগঞ্জ ২ ও কেরানীগঞ্জ মডেল থানা হতে ২জনসহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার ৩ ফেব্রুয়ারি ভোর থেকে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশে এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে আভিযানিক টিম। জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে জাকির হোসেন ও রাব্বীকে ৫০০ পিছ ইয়াবাসহ আটিবাজার এলাকার একটি ভবন থেকে গ্রেফতার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

আর বাকি ২২ জন আসামী ডাকাতির কাজে ও ছিনতাইকাজে জড়িত। গ্রেফতাকৃত আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ ইব্রাহিম (২৫), ২। মোঃ সোহানুর রহমান (২৮), ৩। মোঃ রাজু (২০), ৪। মোঃ আসলাম (২৯), ৫। লিটন (২১), ৬। মো: রহমত (৩২), ৭। মোশারফ হোসেন ওরফে মুসা (২৯), ৮। কামরুল কাজী (২৮), ৯। হাবিবুর রহমান (৩২), ১০। মোঃ সাইফুল ইসলাম (৩৭), ১১। মোঃ মোমিন (৩২), ১২। রাজীব মিয়া (২৫), ১৩। সুজন ব্যাপারী (৩৫), ১৪। রবিউল ঢালী (২৭), ১৫। তোতা ঢালী (৬২), ১৬। ইসমাইল হোসেন (২৮), ১৭। সুজন মন্ডল (৪২), ১৮। কামরুজ্জামান মিল্টন (৪২), ১৯। আকাশ মিয়া (২৮), ২০। মোঃ সাইদুল ইসলাম সজীব (২৮), ২১। জুয়েল মিয়া (২০), ২২। মিরাজ হোসেন (২৫) ২৩। জাকির হোসেন(৩০) ২৪। মোঃ রাব্বি(৩১)।

অভিযানে আসামীদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি হলুদ নীল রংয়ের ট্রাক, ০১টি ত্রিপল এবং ০১টি বাট সহ ৩৬ ইঞ্চি লম্বা নীল রংয়ের বডি যুক্ত ভল্ট কাটার, যার বার্ট বা হাতল ০৬ ইঞ্চি হলুদ রংয়ের।

০১টি মাঝারি সাইজের ভল্ট কাটার, যার বাট সহ লম্বা ২৪ ইঞ্চি, যার বডি হলুদ, লম্বা ৫ ইঞ্চি, ০১টি চাপাতি, যার একপাশে ধারালো, বাট সহ লম্বা ২১ ইঞ্চি, বাট ৫ ইঞ্চি প্লাষ্টিকের, ০১টি নীল রংয়ের প্লাষ্টিকের পাইপ, যার লম্বা ২২ ইঞ্চি, ০১টি লোহার পেরেক তুলার শাবল, যার লম্বা ২০ ইঞ্চি, মাথায় ফাঁকা বা কাটা ০২ ইঞ্চি, ০১টি কাঁচি, লম্বা ১৮ ইঞ্চি, গরু বাধাঁর রশি যা লম্বা অনুমান ২০ ফুট, ০৩ টি ছাগল, ০১ টি গরু, ২টি সুইচ গিয়ার চাকু এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments