খাগড়াছড়ি প্রতিনিধিঃ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে খাগড়াছড়ির পানছড়ির ভারত সীমান্তবর্তী হারু বিল এলাকায় ইউপিডিএফ প্রসীত ও জেএসএস সন্তু গ্রুপের মধ্যে সোমবার সকাল থেকে গোলাগুলি চলছে। শেষ খবর পাওয়া ৩ জন নিহত অপর ৪ জন আহত হয়েছে।
তবে দুই পক্ষের গোলাগুলিতে হতাহতের পরিচয় জানা না গেলেও একজন গৃহবধু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।এ সংবাদ পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, গোলাগুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের তিন নিহত ও জেএসএস সন্তু গ্রুপের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
এদিকে গোলাগুলিতে হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী রূপসি চাকমা নামে একজন গৃহবধু নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, এলাকাটি একেবারে ভারত সীমান্ত ঘেষা।
ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান, ‘ইউপিডিএফ কর্মীদের লক্ষ্য করে জেএসএস এর সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গেছে। এতে একজন সাধারণ গৃহবধূ মারা গেছে বলে শুনেছি।’
পানছড়ি থানার ভারপ্রাপ্ত মো. জসিম উদ্দিন জানান, সোমবার সকাল ৭টা থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ভারত সীমান্তবর্তী হারু বিল এলাকায় দুই পাহাড়ি সংগঠনের মধ্যে গোলাগুলি শুরু হয়।যা এখন পর্যন্ত থেমে থেমে চলছে ।
এলাকাটি দুর্গম হওয়ার কারনে সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে, এতে কেউ হতাহত হয়েছে কিনা পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে গোলাগুলিতে হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী রূপসি চাকমা নামে একজন গৃহবধু নিহত হয়েছে বলে জানা গেছে ।