শিরোনাম

তৃণমূল নারী উদ্যোক্তা প্রশিক্ষণার্থীদের কর্মশালা ও চেক বিতরণ


খাগড়াছড়িতে তৃণমূল নারী উদ্যোক্তা প্রশিক্ষণার্থীদের কর্মশালা ও চেক বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে জাতীয় মহিলা সংস্থা’র তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে আওতায় নারী উদ্যোক্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(০৩মার্চ) সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় জাতীয় মহিলা সংস্থা মাটিরাঙ্গা উপজেলা কর্মকর্তা পরিমল ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মনজুর আলম বলেন,নারীরা ঘরে বসে না থেকে নিজ নিজ উদ্যোগে সাবলম্বী হবে। নারীদেরকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা।

এ সময় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা আশা ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময বিউটিফিকেশন,ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০০জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments