মোঃশামীম হাসান সুজন, শরণখোলা প্রতিনিধিঃ তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে।এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে।
৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও ভোটার দিবসের শুভ উদ্বোধন করা হয়েছে। ২ মার্চ সকাল দশটায় উপজেলা প্রশাসন চত্বর হয়ে র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ এর শুভ উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইনায়েত হোসেন , কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, আইসিটি কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দ।