গজারিয়া,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় শ্রমিকবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রবিবার (০২ মার্চ) রাত পৌনে ৮ টার দিকে মহাসড়কের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্নে এই দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, সিনোবাংলা কারখানার শ্রমিকদের বহনকারী বাসের চালক বেল্লাল হোসেন (৪৫)। সে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের আব্দুল মোতালেবে ছেলে। অপরজন হলেন ওই কারখানার নিরাপত্তা কর্মী ইমতিয়াজ (৪২)। সে ঝিনাইদহ জেলার বাসিন্দা হারুন মন্ডলের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে বালুয়াকান্দি এলকার সিনোবাংলা কারখানার শ্রমিকদের বহনকারী বাস মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্ন করার সময়
একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুছে যায়। পরে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহত বাস চালক বেল্লাল হোসেন জানান, শ্রমিকদের কারখানায় নিয়ে আসার জন্য সিকিউরিটি কে নিয়ে বের হন তিনি। মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্ন করার সময় এ দুর্ঘটনা ঘটে। বাসে কোন শ্রমিক ছিলো না বলে জানান তিনি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, খবর পেয়ে আমরা দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি
উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন।