খাগড়াছড়ি প্রতিনিধিঃ“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস’র শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ. বি. এম. ইফতেখারুল ইসলাম খন্দকার।
পরে এক বর্ণাঢ্য র্যালি জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, সাংবাদিক মো: জহুরুল আলম ও স্কুল শিক্ষিকা এ্যামেলী দেওয়ান। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ. বি. এম. ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন আমরা ভোটারদের কাছে তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই।তাই নতুন ভোটার কার্যক্রমের তালিকায় যাতে কোন নাগরিক বাদ না পড়ে। সে বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার জন্য আহবান জানান। পাশাপাশি তিনি সারা বছরই ভোটার কার্যক্রম চলমান থাকবে বলে ও জানান।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বয়স ১৮ হলেই ভোটার হওয়ার জন্য সঠিক তথ্য প্রদান করে নির্ভুল ভোটার প্রণয়নে সহায়তা করার আহ্বান জানান। ভোটার হওয়ার ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।
পরে প্রধান অতিথি নতুন ভোটারদের হাতে নতুন পরিচয় পত্র হাতে তুলে দেন।উল্লেখ্য জেলায় মোট ভোর হচ্ছে ৫ লাখ ৩৭ হাজার ৭৬৩ জন । এবার নতুন ভোটার হয়েছে ১২ হাজার ৩ শত ১৫ জন।