শিরোনাম

স্বেচ্ছাসেবী সংগঠন হতদরিদ্র ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ


বদিউজ্জামান তুহিন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন হতদরিদ্র ফাউন্ডেশন-এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নরোত্তমপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হতদরিদ্র ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃনুর আলম চৌধুরী হিরন।

হতদরিদ্র ফাউন্ডেশনের উপদেষ্টা ও সমাজ সেবক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য ডাঃ মোঃফিরোজ আলম বাহাদুরের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, হতদরিদ্র ফাউন্ডেশনের উপদেষ্টা,সমাজসেবক ও ব্রাক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মনির হোসেন ও শরাফত উল্লাহ বাহার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম।

শুভেচ্ছা বক্তব্য দেন, মাষ্টার ইলিয়াস মিয়া, মাষ্টার আরিফ হোসেন ও আজিজুল বাহার মিথুন প্রমুখ।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল তেল, ছোলাবুট, মুড়ি, চিনি, ট্যাং, খেজুর, আলু, পেঁয়াজ, লবণ ও মুশুরির ডাল ইত্যাদি।

হতদরিদ্র ফাউন্ডেশন ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়, প্রবাসী যুবক মো. বাবর হোসেন ও জাহাঙ্গীর আলম বাবলুসহ এলাকার যুব সমাজের উদ্যোগে।

প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, সংগঠনটি নরোত্তমপুরে দরিদ্র পরিবারগুলোর মাঝে যারা রমজানের সময় ইফতার কিনতে সক্ষম নন, তাদের খুঁজে বের করে রোজার শুরুর আগেই ইফতার সামগ্রী পৌঁছে দেয়। এর জন্য এলাকার কিছু প্রবাসী ও দেশের উদীয়মান সমাজসেবীরা অর্থায়ন করে থাকেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলে হতদরিদ্র ফাউন্ডেশন এর শুরু থেকে বিগত কার্যক্রমের প্রশংসা করে বলেন, এলাকার যুব সমাজের উদ্যোগে সংগঠনটি সেবা মূলক কাজ করে যাচ্ছে, যার মাধ্যমে সমাজের দরিদ্র পরিবারগুলো উপকৃত হচ্ছে। তারা আশা প্রকাশ করেন যে, হতদরিদ্র ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে এবং তাদের কার্যক্রমের সফলতা অব্যাহত থাকবে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments