শিরোনাম

অর্গানিক অটো ব্রিকসকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড


শ্রীকান্ত দাস,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিবেশ আইন অমান্য করায় অর্গানিক অটো ব্রিকস নামের এক ইট ভাটাকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

শনিবার (১ মার্চ) বিকেল ৩টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শ্রীনগর উপজেলার জাহানাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও ইট প্রস্তুতের জন্য মাটি ব্যবহারে সরকারি অনুমতি না থাকায় অর্গানিক অটো ব্রিকস নামের ওই ইট ভাটার স্বত্বাধিকারী রাহাতুন ইসলাম রিপন ভূঁইয়াকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন পরিবেশের মোবাইল কোর্ট পরিচালিত স্পেশাল ম্যাজিস্ট্রেট। এসময় রাহাতুন ইসলাম রিপন ভুইয়া ভাটায় উপস্থিত না থাকায় তাহার বিরুদ্ধে সাজা পরোয়ানার জারির নির্দেশ দেন বিচারক।

অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান ও সিনিয়র কেমিস্ট মোঃ সানোয়ার হোসেন সহ শ্রীনগর থানা পুলিশের দুটি স্পেশাল দল।

এ ব্যাপারে পরিবেশের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী মোঃ জাকির হোসেন জানান, পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও ইট প্রস্তুতের জন্য মাটি ব্যবহারে সরকারি অনুমতি না থাকায় অর্গানিক অটো ব্রিকস নামের এক ইট ভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা করেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট। এ সময় ইট ভাটার মালিক না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments