টাঙ্গাইল প্রতিনিধিঃ ঘটনাটি ঘটেছে মধুপুর ধনবাড়ি মহা সড়কের ভাইঘাট বাঘিল কান্দিপাড়া এলাকায়।
জানা যায়, শনিবার (১মার্চ)ভোর আনুমানিক ৫টার দিকে মালবাহী একটি ট্রাক সয়াবিন নিয়ে সরিষাবাড়ি উদ্দেশ্যে যাচ্ছিল এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে উল্টে যায়।

ছবি/বাংলাদেশের পত্রিকা
পরবর্তীতে স্থানীয় লোকজন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উল্টে যাওয়া মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের মরদেহ ও অপর আরেকজনকে জীবিত উদ্ধার করে।
পরে জানা যায় ,উক্ত দুর্ঘটনায় ট্রাক চালক জামালপুর জেলার, জামালপুর সদর, দিগপাইত ইউনিয়নের নিরঞ্জন চন্দ্র দাস ঘটনাস্থলেই নিহত হয় এবং একই ট্রাকে থাকা হেলপার গুরতর আহত হয়েছেন ।
স্থানীয়রা জানান ট্রাকচালক ঘুমিয়ে পড়ার কারনে এ দুর্ঘটনাটি ঘটতে পারে। বলাবাহুল্য, গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে একই মহা সড়কের প্বার্শবর্তী গোলাবাড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় ট্রাক, অটোরিকশা ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৩জনের মর্মান্তিক মৃত্যু হয় এবং অপর ২জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এঘটনাও ট্রাকচালক ঘুমিয়ে পড়ার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার উপর দিয়ে তুলে দিলে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে।

ছবি/বাংলাদেশের পত্রিকা
উল্লেখ্য ইতিপূর্বেও একইস্থানে ট্রাক পড়ে ০৭ জন নিহতের ঘটনা সহ অসংখ্য মর্মান্তিক দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানী ঘটেছে বলে জানিয়েছন এলাকাবাসী। ব্রীজটির দূইপাশে নিরাপত্তা বেষ্টনী থাকলে মাঝেমাঝেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না বলে দাবি স্থানীয়দের।