গজারিয়া, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় ঐতিহ্যবাহী বালুয়াকান্দী ডা.আব্দুল গফফার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম (বিএসসি)’কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যেতে হয়, ছন্দে ছন্দে এমন বক্তব্যের মাধ্যমে,পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয়
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম।
শনিবার (১মার্চ) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম (বিএসসি)’কে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা। চোখে জল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অবসরে যান সবার প্রিয় এই শিক্ষিক।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো.বশির উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী শাহ শের আলী গ্রুপের মালিক ড.মুহাম্মদ আব্দুল মান্নান সরকার, উপজেলা বি,এন,পি’র যুগ্ম আহবায়ক ও বালুয়াকান্দী ইউনিয়ন বি,এন,পি’র সভাপতি মো:বোরহান উদ্দিন ভূঁইয়া, শিক্ষানুরাগী মহসিন মিয়া, বি,এন,পি নেতা মনির হোসেন সরদার, রেজাউল করিম সেলিম, শরীফ হোসেন মাষ্টার, দেওয়ান হারুন অর রশিদ, শিক্ষানুরাগী মো: ফজলুল হক নয়ন, উপজেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাদল হোসেন, আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম মিশন, তরুন শিল্প উদ্যাক্তা আল আমিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সাবেক বর্তমান শিক্ষার্থীদের অভিভাবকগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।