জীতেন বড়–য়া,খাগড়াছড়িঃ খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব হয়েছে। আজ শুক্রবার সকালে উৎসবকে কেন্দ্র করে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে উঠে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা।
পাশাপাশি চলে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম,পরিবেশ দূষণ প্রতিকার ও সচেতনতামূলক কার্যক্রম।এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণিল পোষাকে ক্যাম্পাসে ছড়িয়েছে উৎসবের আমেজ।
উৎসককে কেন্দ্র বর্নিল সাজে সরকারী মহিলা কলেজের প্রত্যেক বিভাগের নিজ নিজ ব্যবস্থায় বসে পিঠা স্টল। বাঙালি ঐতিহ্যের ভাপা, চিতই, পাটিসাপটা, নকশা, পাকন, ফুল, দুধপুলি ও চন্দ্রপুলিসহ প্রায় অর্ধশতাধিক পিঠার পসরা সাজিয়ে বসেছন কলেজের শিক্ষার্থীরা।
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দল বেঁধে আড্ডায় ব্যস্ত ছিলো। কলেজের গুরুত্বপূর্ণ জায়গা ছিল নবীনের দখলে। বসন্ত অনেক ফুলের বাহারে সজ্জিত হলেও গাঁদা ফুলের রঙকেই পোশাকে ধারণ করে তরুণীরা। খোঁপায় শোভা পায় গাঁদা ফুলের মালাও।সব মিলে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ ছিল প্রাণের জোয়ার।
শিক্ষাথীরা বলেন, সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুনের প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্ত উৎসবের আয়োজন।
খাগড়াছড়ি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মেহেরু নেছা বেগম জানান, মূলতঃ সহ শিক্ষা কার্যক্রমের একটা অংশ হিসেবে আজকের এই আয়োজন। নবান্নের পিঠা খাওয়ার প্রথা যুগ যুগ ধরে প্রচলিত।
এটি মূলত এটি ঐতিহ্যের অংশ। বসন্তকে বরণ আর সাথে পিঠা খাওয়া। পড়াশুনার পাশাপাশি সবার বিনোদনের প্রয়োজন ছিল প্রতিবছর এ কলেজে বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে থাকে।