মো.আরিফুর রহমান,মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে আল্লাহ’র সন্তুষ্ট লাভের আশায় ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ইমাম মোয়াজ্জেনদের মাঝে কুরান শরীফ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার চৌধুরীর হাটের পশ্চিম পাড়ে ‘ছিলারচর একতা মানব সেবা’ সংগঠনের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী ও বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে এক কেজি করে খেজুর, ডাল, ছোলা, পেঁয়াজ, মুড়ি, গুড়, আলু, তৈল ও ১০০ গ্রাম ইসবগুলের ভুসি।
এছাড়া চিলারচর ও ভান্ডারিকান্দি দুই ইউনিয়নের ৩০ জন মসজিদের ইমামদের মাঝে কুরআন শরীফ, পাঞ্জাবি ও নগদ অর্থ দেয়া হয়। বিনামূল্যে এসব সামগ্রী পেয়ে খুশি তারা।
এ সময় সংগঠনের বক্তারা বলেন দল-মত নির্বিশেষে আমরা সকলেই একতাবদ্ধ হয়ে এলাকার গরিব-দুঃখী অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান,আত্ম কর্মসংস্থান, রাস্তাঘাট মেরামত ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশীল এবং অবক্ষয় মুক্ত সমাজ গঠন করাই আমাদের লক্ষ্য। এই সংগঠন সম্পূর্ণ স্বাধীন,সামাজিক, মানবিক স্বেচ্ছাসেবী ও অসাম্প্রদায়ীক মনোভাবসম্পন্ন সংগঠন।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা চৌধুরী মুক্তার হোসেন, জয়নাল আবেদীন মোড়ল, সভাপতি আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি নান্নু হাওলাদার, সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, কোষাধ্যক্ষ ইমরান হাওলাদার, সহ কোষাধ্যক্ষ হাসানসহ অনেকেই।