শিরোনাম

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি মামলা


বড়–য়া,খাগড়াছড়িঃ আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যে স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: শাহিন মিয়া ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ জে এম নাহিদ হোসেন এর নেতৃত্বে পৃথক দুইটি মোবাইল কোট খাগড়াছড়ি বাজারে ফলের আড়ত,বিভিন্ন মুদি দোকান,ভোগ্য পণ্যের সরবরাহকারী,চালের দোকানে পন্যের মুল্য যাচাই করে দেখেন।

এ সময় পন্যের মুল্য তালিকা প্রদর্শনা না করা, রশিদ সংরক্ষন না করে অতিরিক্ত দামে পন্য বিক্রির অভিযোগে ৫টি মামলা করে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে খাদ্য বিভাগ, কৃষি বিপনন কর্মকর্তা,কনজুমারস এসোসিয়েশনের প্রতিনিধিসহ বাজার মনিটরিং সংক্রান্ত ট্রাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্রাস্কফোর্স কমিটির সদস্যরা শহরের ফল ও তরমুজের আড়ত,বিভিন্ন মুদি দোকানে ছোলা,চিনি,তেল,চালের মুল্য যাচাই করে দেখেন এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন। কৃত্তিম সংকট সৃষ্টি করে পন্যের দাম বাড়ানো,অতিরিক্ত মুনাফার চেষ্টা থেকে বিরত থাকার আহবান।

এর ব্যতয় ঘটলে আইনের কঠোর প্রয়োগের বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক করে দেয়া হয়।নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: শাহিন মিয়া জানান, জেলা প্রশাসনের নির্দেশে পুরো রমজান মাসজুড়ে জেলার বিভিন্ন উপজেলায় প্রশাসনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments