শিরোনাম

সাজেকে আগুনে পুড়ার ঘটনার দুদিন পর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন


খাগড়াছড়ি প্রতিনিধিঃ রাঙামাটির সাজেক পর্যটনে অগ্নিকান্ডের ঘটনার দুদিন পর আজ বুধবার দুপুরে জেলা প্রশাসেনর গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত কমিটির প্রধান রাঙামাটি জেলা প্রশাসনের স্হানীয় সরকার বিভাগের প্রধান উপ পরিচালক মোবারক হোসেন বলেছেন ইকো ভ্যালী রিসোর্ট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

ছবি/বাংলাদেশের পত্রিকা

ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট বা সিগারেটের পরিত্যক্ত আগুন থেকে এ আগুন লেগেছে।

আজ বুধবার দুপুরের দিকে তদন্ত কমিটির প্রধান রাঙামাটি জেলা প্রশাসনের স্হানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোবারক হোসেন ও অপর চার সদস্য ঘটনাস্হল পরিদর্শন করেন।

এসময় সদস্যদের মধ্য বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তারসহ অন্য সদস্যরা উপস্হিত ছিলেন। আগুনের ঘটনার পর জেলা প্রশাসন পাচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটি সাত কর্ম দিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
এদিকে, আজ সকালে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে ৩০কেজি চাউল, সাড়ে সাত হাজার টাকা, শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছে স্হানীয় উপজেলা প্রশাসন।

এসব বিতরণ করেন ইউএনও শিরিন আক্তার।উল্লেখ্য গেল সোমবার আগুনে কটেজ- রির্সোট, রেস্তোঁরা ও বসতঘরসহ মোট ৯৭ টি পুড়ে গেছে। থেকে এ ভয়াবহ এ আগুন লাগে। ব্যবসায়ীদের দাবি অগ্নিকান্ডে ক্ষতি হয়েছে প্রায় শতকোটি টাকারও বেশী।

শুধু আগুনে ৩৪টি কটেজ ও রিসোর্ট পুড়ে গিয়ে ৩০কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা,জেলা প্রশাসকসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তারা।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments