শিরোনাম

সাজেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা আশ্বাস- পার্বত্য উপদেষ্টা


জীতেন বড়ুয়া,সাজেক,রাংগামাটিঃ সাজেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠি এবং ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। ব্যবসায়ীরা যেন আবার ব্যবসায ঘুরে দাঁড়াতে পারে সেজন্য ব্যাংকগুলো যেন সহজ শর্তে ঋণ দেয় সে ব্যবস্থা করা হবে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বুধবার বিকালে সাজেক অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে এসব কথা বলেন।

তিনি বলেন এ ক্ষতি অপূরনীয়। তবুও দায়িত্ব ও মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানো হবে।

স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠিরা প্রতিনিধিরা উপদেষ্টাকে তাদের ঘরগুলো নির্মানসহ অন্যান্য সহযোগিতার দাবি জানান।

ক্ষতিগ্রস্থ কটেজ, রিসোর্ট, রেস্তোঁরা বসায়ীদের পক্ষ থেকে সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, পানি সংরক্ষণের ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরী সহজ শর্তে ঋণের সুবিধার দাবি জানান।

পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, দ্রুততম সময়ে সাজেকে বিশেষায়িত ফায়ার স্টেশন স্থাপনের বিষযে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করা হবে। কটেজ মালিকরা যাতে কর্পোরেট লোন পায় তারজনন্য অর্থ উপদেষ্টাকে অনুরোধ করা হবে। ক্ষতিগ্রস্থ আগুনে পুড়ে যাওয়া স্থানীয় বাসিন্দদের গৃহ নির্মাণের জন্য প্রতি পরিবারকে ২ মেট্রিক টন খাদ্য শস্য৷ বরাদ্দের ঘোষনা দেন তিনি।

সাজেক ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, জেলা পরিষদের সদস্য প্রতুল বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা উপস্থিত ছিলেন।

সট- সুপ্রদীপ চাকমা উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments