শিরোনাম

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সারারাত অবস্থান করব


নিজস্ব প্রতিবেদকঃ আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতার আওতায় আনাসহ তিন দফা দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে থেকে সরবেন না বলে জানিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা।

বিক্ষোভকারীরা বলেন, আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সারারাত অবস্থান করব। আমরণ কর্মসূচি পালন করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ১ নম্বর গেটের সামনের সড়কে ফাঁকা জায়গায় বসে নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা তাদের কিছু দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা রাস্তা অবরোধ করেনি, কার্যালযয়ের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার কার্যালযয়ের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলেও জানান ইবনে মিজান।

এর আগে, বুধবার দুপুরে উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তাসহ তিন দাবিতে তারা মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়কে বসে পড়েন।

শহীদ পরিবার ও আহতদের পক্ষে সমন্বয়ক আরমান হোসেন বলেন, এই আমরা এই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। আমাদের রক্তের ওপর অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে আছে। অথচ দীর্ঘ সময় ধরে আমরা এখানে অবস্থান করছি কোনো সমাধান হচ্ছে না। আমরা চাই, দ্রুততম সময়ের মধ্যে সরকার পক্ষ থেকে এই দাবি মেনে নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হোক। যদি আমাদের দাবি মানা না হয় তবে আমরা রাস্তা অবরোধ করব।

আমরা সুশৃঙ্খলভাবে দাবি আদায়ের ব্যাপারে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত পেতে চাই মন্তব্য করে আরমান হোসেন বলেন, আমরা দাবি জানিয়েছি যেন আহতদের তালিকা তৈরিতে ক্যাটাগরি বৈষম্যের অবসান করা হয়। এখন তিনটি ক্যাটাগরি বিদ্যমান। সেটি বাতিল করে ২টি ক্যাটাগরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

তবে, ইতোমধ্যে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব) আব্দুল হাফিজ। তিনি সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments