শিরোনাম

পুরো ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজলো কেনো?


শরিফুল হাসান,সালথা প্রতিনিধিঃ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের সালথা উপজেলাধীন সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। এরপর শপথ বাক্য পাঠ, বিএনসিসি ক্যাডেটদের কুচকাওয়াজ প্রদর্শন এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জয়ন্ত কুমারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, গট্টি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইব্রাহিম মোল্লা, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম, সালথা উপজেলা যুবদল নেতা বালাম হোসেন,উপজেলা বিএনপি নেতা ও আটঘর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুরাদুর রহমান,শাফিকুল ইসলাম,মাহফুজুর রহমান,৬ নং ওর্য়াড বিএনপির সভাপতি সাহেব খা,সাবেক ছাত্র নেতা আবুল কালাম আজাদ সেলিম সহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে। শিক্ষার্থীরা নানা ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিটি ইভেন্টে ছিল তুমুল প্রতিযোগিতা, যা অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি করে।

সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান সহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments