বাংলাদেশ জাতীয়তাবাদ যুব মহিলা দল,ঢাকা মহানগর উত্তর বনানী থানার আহ্বায়ক কমিটির ৪নং যুগ্ন-আহ্বায়কের পদ পেয়েছেন, আসমা বেগম। বনানী থানা যুব মহিলা দলের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। যুগ্ন-আহবায়ক আসমা বেগমের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের পত্রিকা’কে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি আমাকে মূল্যায়ন করেছে। আমি দীর্ঘ ১৭ বছর যাবৎ নির্যাতন নিপিড়ণের শিকার ছিলাম। মামলা হামলার ছিল নিত্য দিনের ঘটনা।
স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পেটোয়া বাহিনী থেকে শুরু করে সবাই আমাকে অনেক অত্যাচার করেছে। কিন্তু আমি এই বনানী থানা ছেড়ে কোথাও যায়নি এবং ভবিষ্যতেও যাবনা। বলতে পারেন আমি এক ধরনের ত্যাগী কর্মী, আমি কর্মী পরিচয় দিতে কমফোর্ট ফিল করি, আমি বিএনপি ও আমার কর্মীদের ছেড়ে কোনদিন পিছুপা হইনি।
সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনা যখন মানবতার নেত্রী বেগম খালেদা জিয়ার বাসা বালুর ট্রাক দিয়ে অবরোধ করেছিলেন আমি ঐদিন ওই জায়গায় ছিলাম। ঐদিন আমি আহত হয়েছি তবু মাঠ ছাড়েনি এবং দীর্ঘ ১৭ বছর যাবৎ বিএনপি’র যত ধরনের কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম সব জায়গায় আমি সদায় উপস্থিত ছিলাম। আমি অত্যন্ত আনন্দিত বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আমাকে মূল্যায়ন করেছে এজন্য বিশেষ করে আমি জামাল কামাল মোল্লা ভাইয়ের কাছে বেশি কৃতজ্ঞ থাকবো।
বনানী থানা বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির নেতাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব, কারণ তারা আমাকে মূল্যায়ন করেছেন। ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী যারা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তারা না থাকলে আজ আমি বনানী থানার আহ্বায়ক কমিটিতে জায়গায় পেতাম না। আমি চাই ভবিষ্যতে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি একজন কর্মী হিসেবে কাজ করতে পারি নেত্রী হিসেব নয়।
তবে একটা বিষয়ে খেয়াল করলে দেখবেন বনানী থানা বাংলাদেশ জাতীয়তাবাদ মহিলা দলে আমি দীর্ঘদিন যাবত আছি। আপনি আমার এলাকায় তথ্য নিয়ে দেখতে পারেন যাচাই-বাছাই করে দেখবেন যে আমার নামে কোন বদনাম নাই এবং অনেক নেত্রী আছে, নেতা আছে যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ পাবেন। কিন্তু সেই জায়গায় আপনি আমাকে স্বচ্ছতা পাবেন।এটা আমি বলতে পারি।
আমার যত নেতা-কর্মী আছেন। বিশেষ করে আপনি তাদের সাথে কথা বলবেন যে আসমা বেগম নেতাকর্মীদের পিছনে কিভাবে থাকে। সুখে দুঃখে তাদের পিছনে আমি সবসময় থাকি। ভবিষ্যতেও থাকবো, বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ক্ষমতায় আসবে এই প্রত্যাশা রেখে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি।