জীতেন বড়ুয়া,খাগড়াছড়িঃ রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকের রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে।সোমবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। মুহুর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে।সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় বলেন, সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে, তবে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। কতগুলো রিসোর্টে আগুন লেগেছে এই মুহুত্বে বলা সম্ভব নয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।
খাগড়াছড়ি, দীঘিনালার দুইটি ইউনিট আহুন নেবানোর কাজ করছে, পাশাপাশি খাগগাছড়ি ও রাঙ্গামাটি ফায়ার সার্ভিস সার্ভিসের দুইটি ইউনিট সাজেক রওনা করেছে।
বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোঃআবু নঈম খন্দকার বলেন, সাজেকের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ঠিক কয়টি রিসোর্ট পুড়েছে তা এই মুহুর্তে বলা যাচ্ছেনা। ক্ষয়ক্ষতির পরিমানও নিরুপন করা যাচ্ছেনা।