ডেভিল হান্ট অভিযানে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ২ সদস্য আটক
ঢাকা দক্ষিণ প্রতিবেদকঃ ঢাকার কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুর এলাকা থেকে তিতুমীর কলেজের শিক্ষার্থী মুশফিক আহমেদ নাঈমকে “শয়তানের নিশ্বাস” দিয়ে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থী নাঈম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করে। পরবর্তীতে ডেবিল হান্ট অভিযান পরিচালনা করে চোরাইকৃত তিন মোটরসাইকেলসহ ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলার ডিবি পুলিশ (দক্ষিণ)।
জানা যায়, তিতুমীর কলেজের শিক্ষার্থী মুশফিক আহমেদ নাঈম (২৭) পড়ালেখার খরচ যোগাতে পড়ালেখার পাশাপাশি তার ব্যক্তিগত মোটর সাইকেল দিয়ে মাঝে মধ্যে রাইড শেয়ার করেন। গত বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর শনির আখড়া বাসস্ট্যান্ড থেকে এক ব্যক্তি যাত্রীবেশ ধরে তাকে কেরানীগঞ্জের আব্দুল্লপুর যাওয়া ও ফিরত আসার জন্য ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করে এবং আব্দুল্লপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর মোটরসাইকেল থেকে নেমে হাতে থাকা নেশা জাতীয় পাউডার যা “শয়তানের নিঃশ্বাস” নামে পরিচিত সেই পাউডার ছুড়ে মারে এবং মোটর সাইকেল চালক নাঈমকে অজ্ঞান করে মোটর সাইকেলটি নিয়ে যায়।
এ ঘটনায় মুশফিক আহমেদ নাঈম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ঢাকা জেলা দক্ষিণের গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় “শয়তানের নিশ্বাস চক্রে জড়িত যাত্রী বেশধারী রায়হান মিয়াকে সনাক্ত করে এবং ডিএমপির বনানী থানা এলাকা থেকে গতকাল রোববার সকালে রায়হান মিয়াকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের সহায়তায় আরেকটি অভিযান পরিচালনা করে সাগর মিয়া(২৬)কে গ্রেফতার করে। এবং সাগরের গ্যারজ থেকে একটিসহ সর্বমোট ০৩টি চোরাই মটরসাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয় ঢাকা জেলা দক্ষিণ (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান ‘স্যারের’ নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং আমার নেতৃত্বে এসআই মোঃ টিটুল হোসেন, এসআই সৈয়দ ইমামুজ্জামান, এসআই আব্দুল বাছেদসহ কেরানীগঞ্জ থানার এসআই ইউনুছ আলী খান ও সঙ্গীয় ফোর্সসহ গোয়েন্দা (দক্ষিণ) ঢাকা জেলা এর একটি চৌকস টিম রাজধানীর বনানী এবং ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া থানা এলাকায় ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে শয়তানের নিঃশ্বাস চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করে। এবং ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।