গজারিয়া, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ফেব্রুয়ারি) আনন্দঘন পরিবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত ও পরে জাতীয় সংগীত শেষে মশাল প্রজ্জলনের মধ্যদিয়ে শিক্ষার্থীরা দৌড়, লংজাম, হাইজামসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজাহান শিকদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবজাল হোসেন ও ফাতেমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শিক্ষানুরাগী,বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হাই।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,দেশবন্ধু গ্রুপের মহাব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, হোলটেক সল্যুশনস এর পরিচালক প্রকৌশলী সিরাজুল ইসলাম, আমির গ্রুপের ব্যবস্থাপক প্রকৌশলী ইউসুফ শাহরিয়ার, বিসিআইসি’র নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারজানা ইয়াসমিন, সহকারী শিক্ষক দেওয়ান কামরুজ্জামান, কৃষ্ণ হালদার, হালিমা আক্তার,রোমেনা আফরোজা, রতন আহমদ, সাখাওয়াত হোসেন,ছাবেকুন্নাহার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।