শিরোনাম

শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ


ছোটপর্দার অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে অভিনেতা শামীম হাসান সরকারের প্রেমের গুঞ্জন অনেক দিনের। এরপর গেল বছর আরেক অভিনেত্রী তানিয়া বৃষ্টির শামীমের প্রেমের গুঞ্জন ওঠে। অবশ্য বিষয়টি বন্ধুত্ব বলেই উড়িয়ে দেন তারা। এরই মধ্যে সেই গুঞ্জন উসকে দিলেন শামীম হাসান সরকার।

সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন শামীম। সেখানে বর-কনে বেশে দেখা যায় শামীম-তানিয়াকে। ক্যাপশনহীন এরকম ছবি দেখে অনেকেই বিভ্রান্ত হন। নব দম্পতি হিসেবে অভিনন্দন জানাতে থাকেন তাদের। এমন অবস্থায় চর্চার লাগাম টানলেন শামীম নিজেই।

পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখলেন, অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি।

এদিকে অনেকে আঁচ করেছিলেন বিষয়টি। শামীমের মন্তব্যের পর মুখ খুলেছেন তারা। একজন লিখেছেন, আগেই বুঝেছিলাম, তাই বুদ্ধি করে অভিনন্দন জানাই নাই। আরও কয়েকজন এরকম মত প্রকাশ করেছেন।

এর আগে অহনার সঙ্গেও সামাজিক মাধ্যমে বর-কনে বেশে ছবি দিয়েছিলেন শামীম। সেসময় বিভ্রান্ত হয়েছিলেন নেটাগরিকেরা। শোনা যায় অহনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে অভিনেতার। এখন নাকি শুধু পর্দায় না, আড়ালেও মন দেওয়া নেওয়া করছেন শামীম-তানিয়া।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments