শিরোনাম

সাবেক সরকারের সময় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের তালিকা হচ্ছে


জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মোখলেস উর রহমান বলেছেন, “দ্রুত একটি বিশাল তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ‘২০১৪ ও ২০১৮ সহ ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছরের নিচে তাদের ওএসডি করা হয়েছে। আর যাদের চাকরির বয়স ২৫ বছরের ঊর্ধ্বে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে।

এরইমধ্যে ৪৩-জনকে (ডিসি) ওএসডি করা হয়েছে। যারা ডিসি ছিলেন এখন সচিব রয়েছেন, এমন ২২ জনকে বাধ্যতামূলক অবসর দেয়ার আদেশ জারি হয়েছে।

তিনি আরও বলেন, এর বাইরে ওই নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব কর্মকর্তারা অবসরে গেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম শুরু করেছেন বলেও জানান মোখলেস উর রহমান।

২০২৪ সালের পাতানো নির্বাচনে যেসব কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। দ্রুত বিশাল একটি তালিকা প্রকাশ করা হবে।

ডিসিদের স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালনে উদ্বুদ্ধ করা হচ্ছে। যাতে এ থেকে তারা শিক্ষা নিয়ে ভবিষ্যতে কোনো নির্বাচনে এমন কাজ করার সাহস না পায়। শুধু নির্বচনে অনিয়মের জন্য না। যেসব কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments