লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফলপাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২০শে ফেব্রুয়ারী ২০২৫ইং দুপুরে উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড ফলপাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়৷
বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব শাহ আলম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল।
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম৷ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আওলাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী নূর ইসলাম বেপারী, গাঁওদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম মোড়ল, হাড়িদিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা খাতুন, শরীফাবাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশিরুল ইসলাম, হাড়িদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন শেখ, আদর্শ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক শাহাদাত হোসেন।
সার্বিক পরিচালনায় ছিলেন, নূর আলম বেপারী, হাজী ইকবাল বেপারী, মো. হালিম বেপারী, মাসুদ হাওলাদার, আক্তার খান, হাজী মো. কমল মুন্সী, আনোয়ার শেখ, করিম বেপারী, বুলেট বেপারী, আমির হোসেন, সোহেল শিকদার, ডালিম শিকদার, ইয়াছিন মৃধা, আতাউর মোল্লা, মিলন মোল্লা, জাহাঙ্গীর বেপারী, মাসুম মুন্সী, মো. সুমন বেপারী, মহিলা মেম্বার নারগিস বেগম প্রমুখ।