শিরোনাম

বিএনপির বড় নেতা অন্যায় করলে তার বিরুদ্ধে কথা বলতে হবে-সারজিস


বিএনপির কোনো বড় লিডার অন্যায় করলে তার বিরুদ্ধে কথা বলতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২৫ইং সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরে সিরাজ কনভেনশন হলে জুলাই রেভ্যুলেশন অ্যান্ড বাংলাদেশ ২.০ দ্যা ল্যাগিস অব প্রাইভেট ইউনিভার্সিটি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটি সভাটির আয়োজন করে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমাদের যা যা করার ছিল এমন অনেক কিছুই আমরা করতে পারিনি। এমন প্রেক্ষাপট বিভিন্নভাবে তৈরি করা হয়েছে, যেগুলোর জন্য আমরা করতে পারিনি। আমরা জীবনের প্রথম এই অভিজ্ঞতাগুলোর ভেতর দিয়ে গিয়েছি। তবে আমাদের ভেতরের আন্তরিকতার জায়গায় আমরা কখনো অসততা ঢুকতে দেইনি। জুলাই-আগস্টের আন্দোলনে যারা সামনের সারিতে ছিলেন তাদের মধ্যে ২-৪ জনের ভেতরে অসৎ উদ্দেশ্য চেপে বসলে এই আন্দোলন অন্যদিকে মোড় নিতে পারত।

এ সময় তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই-বোনরা আছে যারা মনে করে যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আবার আমরা মনে করি আমরা তাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করব। এই যে আমাদের লেকিংসগুলো এখন আমাদের কাটিয়ে ওঠা খুব গুরুত্বপূর্ণ। অপ্রত্যাশিতভাবে আমরা মাত্র ৩৬ দিনের মধ্যে এমন একটি জায়গায় চলে এসেছি হয়ত আমাদের জীবদ্দশায় এত বড় দায়িত্ব পাব বলে চিন্তা করিনি। আমরা আপনাদের অনুরোধ করব সহযোদ্ধা হিসেবে আমাদের সীমাবদ্ধতাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

তিনি বলেন, লড়াইয়ের তিনটা ধাপ যেমন আমার মনে হয়েছে এই অভ্যুত্থানে। তেমন অভ্যুত্থান লড়াইয়ের পুরো একটা ধাপ। গত ৫ আগস্টের পরে আবার নতুন একটা ধাপ শুরু হয়েছে। এই দীর্ঘ লড়াইয়ে আপনাদের অংশগ্রহণ প্রয়োজন। আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দ্বিতীয় ধাপে আমাদের লড়াইটাতে মান-অভিমান ও ছোটখাটো স্বার্থকে একপাশে রেখে রাজনৈতিক জায়গায় স্বদিচ্ছা ও সততা নিয়ে অংশগ্রহণ করা অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠা। আমরা যেন দয়া করে কোনো অন্যায়কে প্রশ্রয় না দেই। এই অন্যায় যদি সারজিস করে তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, যদি বিএনপির কোনো বড় লিডার করে তার বিরুদ্ধেও কথা বলতে হবে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে সেই ইতিহাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না। এটা ইতিহাসের অক্ষরে অক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তাহলে আমাদের বিচারালয়ের যে সংস্কার প্রক্রিয়া রয়েছে সেগুলো সংস্কার করতে হবে। সংস্কারের মধ্য দিয়ে শেখ হাসিনাসহ যারা খুনি রয়েছে তাদের বিচার প্রক্রিয়ায় দাঁড় করাতে হবে। বিচার ও ক্ষমা ছাড়া আওয়ামী লীগের সামনে আর কোনো অপশন নেই।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments