বদিউজ্জামান তুহিন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২০২৫ উপলক্ষে নোয়াখালী জেলা সমাবেশ ১৮ ফেব্রুয়ারি মাইজদি শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহাং মাহবুবুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডঃ মুহাম্মদ হানিফ( মুরাদ), জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ,নোয়াখালী আর্মি ক্যাম্পের কমান্ড্যান্ট লেঃ কর্নেল রিফাত আনোয়ার, জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নোয়াখালী জেলা কমান্ডেন্ট মোঃ সুজন মিয়া,সার্বিক সহযোগিতা করেন বেগমগঞ্জ উপজেলা টিআই নুর হোসেন (পিন্টু), বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লিডার সাইফুল ইসলাম জাহাঙ্গীর কে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয় ।