শিরোনাম

বনানী কড়াইল বস্তিতে ডেকে নিয়ে যুবককে গুলি


রাজধানীর কড়াইল বস্তির নৌকা ঘাটে হোসেন আলী (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হোসেন আলীর স্বজনেরা বলছেন, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বস্তির বাসিন্দা মোঃএরশাদ বাসা থেকে ডেকে নিয়ে আলীর পেটে গুলি করেন।

বনানী থানার ওসি রাসেল সরোয়ার বাংলাদেশের পত্রিকা’কে বলেন, গুলির ঘটনায় ভুক্তভোগীর বাবা মজিবুর রহমান বাদি হয়ে হত্যাচেষ্টা মামলা করেছেন। টাকা পাওনাকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটেছে। আসামি এরশাদের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গুলিবিদ্ধ হোসেন আলীর ভগ্নিপতি শফিকুল ইসলাম জানান, আলী গুলশানের একটি ইন্টারনেট প্রতিষ্ঠানের টেকনিশিয়ান। কড়াইলের কুমিল্লা পট্টিতে বাস করেন। তার ৩-৪টা ঘরের পরই বাস করেন এরশাদ। আনুমানিক ১৫ দিন আগে এরশাদের কাছ থেকে আলী এক হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে এরশাদ আজ দুপুর ১২টার দিকে আলীকে বাসা থেকে বস্তি সংলগ্ন লেকপাড় নৌকা ঘাটে ডেকে নিয়ে গুলি করেন। পরে পালিয়ে যান। আলীর অবস্থা সঙ্কটাপন্ন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments