গত বৃহস্পতিবার ৬ জানুয়ারি ২০২৫ইং থেকে সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনের ডাক দেন প্রধান উপদেষ্টার বাস ভবন গেরাও কর্মসূচি। প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনাতে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। পরে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি দেন এরপর গতকাল শাহবাগ আজকের শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছেন সুপারিশ প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্রত্যাশিরা। আজ এক দফা দাবি নিয়ে তারা বলছেন যে চাকরি নিয়ে ঘরে ফিরবেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে এই শাহবাগ জাদুঘরের সামনে মুখরিত করে রাখছেন। এই আন্দোলনকারীরা, তাদের দাবি একটাই তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং তারা বলেন এই সরকারের আমলেই তাদের নিয়োগ চূড়ান্ত করা হয়েছিল। আবার এই সরকারের আমলেই কিভাবে এই চূড়ান্ত রায় স্থগিত করে দেয়। আমরা এটা মানি না মানবো না আমাদের চাকরি ফিরিয়ে দিলেই আমরা ঘরে ফিরে যাব।