শিরোনাম

বইমেলায় হট্টগোলের ঘটনা তদন্ত কমিটি


স্টাফ রিপোর্টারঃ নির্বাসিত লেখিকা নাসরিনের বই রাখা নিয়ে একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) বাংলা একাডেমির ও বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবারের ঘটনায় বাংলা একাডেমীর পরিচালক মোঃ হারুন রশিদকে প্রদান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত গতকাল অমর একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে। নিবাসিত লেখক তাসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে একদল বিক্ষুব্ধ লোকের রোষানলে পরে শতাব্দী ভব নামের এক লেখক। পুলিশের সাহায্যে মেলা থেকে বের করে নেওয়া হয় তাকে।

এ সময় প্রকাশ্যে লেখক কে ক্ষমা চাইতে হয়। এরপরই সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি। যদিও পরবর্তী সময়ে বাংলা একাডেমী স্টলটি খুলে দেওয়ার কথা জানায়।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments