শিরোনাম

যৌথ অভিযানে অবৈধ জালসহ ৫ ব্যবসায়ী আটক


ভোলা প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ নৌবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল ও পাঁচ দোকান মালিকদের আটক করেন। পরে আটক ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা ও অবৈধ জাল নৌবাহিনীর সদস্যদের জিম্মায় দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টায় শশীগঞ্জ মধ্য বাজারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, মৎস্য দপ্তর ও পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫টি জালের দোকান থেকে ৬লক্ষ ৫০ হাজার ৫৫০ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। এ সময় অভিযানকারী দল ৫ দোকানের মালিকদের আটক করেন। আটকৃত কারেন্ট জালের বর্তমান বাজার মূল্য ৩৯লক্ষ ৫৯ হাজার ৫০টাকা বলে জানান মৎস্য অফিস।
পরে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুভ দেবনাথ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নিষিদ্ধ কারেন্টজাল রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে মামুন ষ্টোরকে ৫হাজার, অঞ্জয় ষ্টোরকে ৩ হাজার, তানিয়া ষ্টোরকে ৫হাজার, বিপ্লব ষ্টোরকে ৫ হাজার ও ফরিদ ষ্টোরকে ৫হাজার মোট ২৩ হাজার টাকার আর্থিক জরিমানার রায় প্রদান করেন।
পরে প্রত্যেকে জরিমানার টাকা প্রদান করে ছাড়া পান। আটক অবৈধ জাল নৌবাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট সাফ ওয়ান, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, সামদ্রিক সৎস্য কর্মকর্তা মোঃআল আমিন, লালমোহনের সামদ্রিক কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ পুলিশের প্রতিনিধি।
জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ বলে, মৎস্য সম্পদ রক্ষার জন্য উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, মৎস্যদপ্তর ও পুলিশের সমন্বয়ে শশীগঞ্জ মধ্য বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং দোকান মালিকদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ দোকান মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। আটকৃত কারেন্ট জাল নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments