অপারেশন ডেভিল হান্ট।বাংলায় আভিধানিক অর্থ দাঁড়ায় শয়তান শিকারে অভিযান। হঠাৎ আইনশৃঙ্খলাবাহিনীর এমন অভিযানে দেশজুড়ে আটক হচ্ছেন বিভিন্ন অপরাধে অভিযুক্তরা।
গত শুক্রবার রাতে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ওপর হামলা চালিয়েছিলো স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরইজেরে ওইদিন রাতে দেশের বিভিন্ন এলাকায় মশাল মিছিল করা হয়। আর প্রতিবাদ কর্মসূচি দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারে দাবি জানানো হয়।
এরই অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমনে শুরু হলো অপারেশন ডেভিল হান্ট। আর গ্রেফতারের শুরুটা হয় গাজীপুর থেকেই। জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭০ জনের মতো আটক করা হয়।
পার্বত্য জেলা খাগড়াছড়িতেও চালানো হয় অপারেশন ডেভিল হান্ট। অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে গুইমারি থানার ওসি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যৌথবাহিনির অংশগ্রহণে চলমান অভিযানে জেলার সব অপরাধীকে পর্যায়ক্রমে আইনেন আওতায় আনা হবে।