বদিউজ্জামান তুহিন,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
“সুস্থ দেহে সুন্দর মন ক্রীড়াইশক্তি দিয়েই বল” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চৌমুহনীতে শেষ হলো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইসলাম মডেল স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার সকালে চৌমুহনী মদন মোহন স্কুলের মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় মাসব্যাপী হয়ে যাওয়া বিভিন্ন খেলার পুরস্কার বিতরণ।
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গণি চৌধুরী মহলে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জহির উদ্দিন হারুন, চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, যুবদলের সভাপতি রুস্তম আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি, সমাজসেবক, অভিভাবক ছাত্রছাত্রীবৃন্দ ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।