নোয়াাখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার দাবীতে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতরাতে উপজেলার মুজাহিদপুর গ্রামের মুরশেদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় নারী শিশুসহ ৮ জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিন গিয়ে জানা গেছে, মুরশেদুর রহমানের ইতালী প্রবাসী ছেলে মেয়েরা সম্প্রতি বাড়িতে এসে নতুন ঘর নির্মাণ শুরু করলে পিচ্চি হাসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় গত ২ ফেব্রুয়ারী রাতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর, নগদ ১০ লাখ টাকা, ৫ ভরি স্বর্নালংকার, মোবাইল সেট সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় পিটিয়ে ও কুপিয়ে সালেহা বেগম, শাহনাজ আক্তার, রোকসানা আক্তার, তাসলিমা আক্তার, শাহ পরান, সুমাইয়া আক্তার সহ ৮ জনকে আহত করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইটালী প্রবাসী শাহ পরান বাদী হয়ে হামলাকারী পিচ্চি হাসান ও তার ভাই এমামসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দিলেও পুলিশ এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। প্রবাসী শাহ পরান জানান, আমরা প্রবাসে থাকি, এতো কিছু বুঝিনা। বাড়ি করতে হলে তাদরকে নাকি ৫ লাখ টাকা দিতে হবে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। সরকারের কাছে আমরা ন্যায় বিচার চাই। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত পিচ্চি হাসান ও এমামকে এলাকায় পাওয়া যায়নি। বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নোয়াখালীতে গুলি, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময়—৭১০ পিস ইয়াবা, ২ রাউন্ড গুলি, মাদক বিক্রয়লব্দ নগদ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল সকালে উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আজিজ মহুরী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো.নুরুল গনি (৪৩) উপজেলার একই ইউনিয়নের মৃত নুরুল আবসার সেন্টুর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক কারবারি গনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার করে আসছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিস্ফোরক আইনে মামলা আদালতে বিচারাধীন আছে। আসামি এলাকায় মাদক ব্যবসায় আধিপত্য ও ত্রাস সৃষ্টির জন্য মাদকের পাশাপাশি অস্ত্র নিয়ে ঘুরাফেরা করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে কোম্পানীগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে প্রেরণ করেন।