শিরোনাম

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর


নোয়াখালী প্রতিনিধিঃ

ওবায়েদুল কাদেরের বাড়ি গুঁড়িয়ে দিতে হামলা ও ভাঙচুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ি গুঁড়িয়ে দিতে হামলা ও ভাঙচুর চালাচ্ছে ছাত্র-জনতা। দুপুরে সেখানে ভাঙচুর এবং আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পৌনে ১২টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে।

ওবায়দুল কাদেরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার জন্য একদল ছাত্র-জনতা বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢোকে। বিক্ষুব্ধ জনতার একাংশ দ্বিতল ভবনে ঢুকে ভেতরে থাকা কিছু আসবাবপত্র ছুড়ে নিচে ফেলে দেয়। পরে সেসবে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারা ভবনের ওপরেও আগুন দেয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও তার বাড়িতে ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এ বিষয়ে নোয়াখালী বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আরিফ জানান, যারাই স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করবে, তাদেরই এই পরিণতি হবে। এখন সাধারণ শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments