বদিউজ্জামান তুহিন,নোয়াাখালী প্রতিনিধিঃ মুছাপুর ক্লোজার দ্রুত নির্মাণের দাবি আদায়ের জন্যে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে চরপাবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী মোহাম্মদ হানিফ আনসারী, সাবেক চেয়ারম্যান চরহাজারী ইউনিয়নের হারুন আমেরিকা প্রবাসী মিজানুর রহমান, চরপার্বতী ওয়ার্ডের তিন সদস্য ঈমাম হোসেন মামুন আব্দুল্লাহ সহ আরো অনেক৷ সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, জনদুর্ভোগ দূর করতে আওয়াজ তুলল সকলে, কাজীরহাট স্লুইজগেইট ও মুছাপুর ক্লোজার অতি দ্রুত নির্মাণের দাবি জানান।