স্টাফ রিপোর্টারঃ
ভোরের কাগজ পত্রিকা বন্ধের সাথে কুচক্রী মহলের হাত আছে বলে দাবি করেছেন। ভোরের কাগজের কর্মচারীরা আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ করেন। ভোরের কাগজের কর্মচারীরা বলেন, অতি দ্রুত সংবাদপত্রটি চালু করতে হবে এবং তাদের পাওনা বুঝিয়ে দিয়ে পত্রিকা টি চালু করার দাবি করেন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, খুরশিদ আলম খুরশিদ আলম বলেন, সাবের হোসেন চৌধুরীর প্রকাশিত দৈনিক ভোরের কাগজ পত্রিকা, একটি ঐতিহ্যবাহী সংবাদমাধ্যম। আমি জনাব সাবের হোসেন চৌধুরী কে বলবো আপনার সাথে আমাদের কোন বিরোধ নাই। আপনারা একটি ঐতিহ্যবাহী পরিবারের লোক আপনার সেই ঐতিহ্য ধরে রাখে ভোরের কাগজ পত্রিকাটি পুনরায় চালু করে দিন এবং সাংবাদিকদের পাশে দাঁড়ান। আমি এই আহ্বান জানাই এবং দৈনিক ভোরের কাগজ যতদিন পর্যন্ত চালু না হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ততদিন পর্যন্ত ভোরের কাগজের কর্মকর্তা-কর্মচারীদের পাশে থাকব।ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক,দিদার উল আলম দিদার বলেন,আমি একাত্মতা প্রকাশ করছি। ভোরের কাগজের কর্মকর্তা কর্মচারীদের সাথে আছি । তিনি বলেন,বর্তমানে একজন গাড়ির ড্রাইভার ও ২৫/৩০ হাজার টাকা বেতন পায় আর আমার সাংবাদিক ভাইয়েরা ১৫/২০ টাকা বেতন পায় এটা অত্যন্ত লজ্জার।ঢাকা সাংবাদিক ইউনিয়নের,প্রাণপ্রিয় সভাপতি সহিদুল ইসলাম সহিদের নেতৃত্বে আমরা আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে এই ওয়াদা দিলাম।