১/১১ কুশিলব সাবেক সেনা প্রধান জে: মঈন ইউ আহম্মেদের ছোট ভাই মিনহাজ আহম্মেদ জাবেদ বর্তমানে আমেরিকাতে এক সাথে অবস্থান করছেন। দূর্নীতির আরেক গডফাদার ডাঃ এবি এম জাফর উল্যাহ সাবেক চৌমুহনী পৌর মেয়র আখতার হোসেন ফয়সল আমেরিকাতে পালিয়েছে।
আর এক কুশিলব এম এ কাশেম ফ্রান্সে অবস্থান করছে। জাবেদের ডান পাশের ক্যাপ ওয়ালা ছবিটি খুনি শেখ হাসিনার সহযোগী ১/১১ কুশিলব মিনহাজ আহম্মেদ জাবেদ এর শীর্ষ দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালাহ উদ্দিন ।
উল্লেখ্য ২০২২সালে ২২ জানুয়ারী পত্রিকার সংবাদ প্রকাশের জের ধরে জেলার বর্ষীয়ান সাংবাদিক বদিউজ্জামান তুহিনকে নির্মম নৃশংস বর্বরোচিত হামলা করে। সাংবাদিক বদিউজ্জামান তুহিন থানা ও আদালতে মামলা করেও বিচার পায়নি। তৎকালীন পিবিআই মোটা অংকের ঘুষ খেয়ে সঠিক রিপোর্ট দেয়নি।
অন্তর্বর্তী কালীন সরকারের কাছে আকুতি খুনি শেখ হাসিনার সহযোগী বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়নের দুর্নীতিবাজ লুটেরা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সালাহ উদ্দিন এখনো ধরা ছোঁয়ার বাইরে।
রহস্য কোথায় ? অপর দিকে সেনবাগের ৮ নং বিজবাগ ইউপির চেয়ারম্যান আরেক দুর্নীতিবাজ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সেলিম উদ্দিন কাজল ও ধরা ছোঁয়ার বাহিরে।